National

এলাহি বিয়ে, বর সহ ১৫ জনের হল করোনা, মৃত ঠাকুরদা

করোনা আবহে বিয়েতে নিমন্ত্রণের নিয়ম বাঁধা। সেসব তোয়াক্কা না করে করোনার কোপে বর সহ ১৫ জন। মৃত্যু হল ঠাকুরদার।

জয়পুর : করোনা পরিস্থিতিতে বিয়ে হবেনা এমন নয়। তবে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ৫০ জনের বেশি হবে না। মানতে হবে সামাজিক দূরত্ববিধি। মুখে থাকতে হবে মাস্ক। এই নিয়মের কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এটাই গাইডলাইন। কিন্তু সেসব গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে এলাহি আয়োজন হল বিয়ের। ২৫০ জন নিমন্ত্রিত অতিথি। কারও সঙ্গে কারও দূরত্ব নেই। অনেকের মুখে মাস্কও নেই। এমন এক বেপরোয়া বিয়ের পরিণতি যা হাওয়ার তাই হয়েছে। বর সহ ১৫ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ইতিমধ্যেই বিয়ের দিন ভিড়ে সংক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে বরের ঠাকুরদার।

এমন এলাহি বিয়ের আয়োজন করার জন্য সরকারি রোষানলেও পড়তে হয়েছে বরপক্ষকে। ৬ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে তাদের। ইতিমধ্যেই বর সহ ১৫ জন করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০০ জনের ওপর ২ বাড়ি মিলিয়ে কোয়ারেন্টিনে। এই কোয়ারেন্টিনের খরচও বহন করতে হবে বরের বাড়িকেই। তবে কনের করোনা নেগেটিভ পাওয়া গেছে। কনেপক্ষের ১৭ জনেরও করোনা নেগেটিভ।

বিয়ে হয় ১৩ জুন। করোনা সংক্রমণের শিকার সকলকে পাওয়া যায় ২৭ জুনের মধ্যে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারায়। পুলিশ জানাচ্ছে, বর রিজুল ও তাঁর বাবা ঘিসুলাল রাঠি তো মাস্কেরও তোয়াক্কা করেননি। বিয়ে বাড়িতে কোনও স্যানিটাইজারের ব্যবস্থা ছিলনা। কেউ সামাজিক দূরত্বও মেনে চলেননি। যদিও করোনাকে হাল্কাভাবে নিতে গিয়ে ঠাকুরদাকে হারালেন রিজুল। এখন তিনি ও বাড়ির ১৫ জন করোনা নিয়ে হাসপাতালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *