State

মরা মুরগি বিক্রি করে পুলিশের জালে ৫

লকডাউনের সময় এমনিতেই মুরগির দাম বেড়েছে। মাছের যোগান কম থাকায় মরা পোলট্রির মুরগির ব্যবসা চালাচ্ছিল ৫ জন।

মরা মুরগির ব্যবসা বেশ ফুলিয়ে ফাঁপিয়েই শুরু করেছিল তারা। লকডাউনের সময় এমনিতেই মুরগির দাম বেড়েছে। এরমধ্যে মরা মুরগির দেদার ব্যবসা চালাচ্ছিল তারা। চলছিলও বেশ। কিন্তু পুলিশের নজর এড়ায়নি বিষয়টি।

পুলিশ জানিয়েছে, ক্রমশ মাছের যোগান কমে আসায় দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট এলাকায় মুরগির মাংসের চাহিদা বাড়ছিল। আর সেই সুযোগ পুরো কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বাখরাহাটের বড়কালীপুর গ্রামের বাজারে গত শুক্রবার হানা দেয় পুলিশ। এখানে মাছের যোগান কম থাকায় মরা পোলট্রির মুরগির ব্যবসা চালাচ্ছিল ৫ জন। তাদের গ্রেফতার করে পুলিশ।

মরা মুরগি কেটে বিক্রি চলছিল এখানে। এই চক্রের মাথাকেও গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। পুলিশ এও জানিয়েছে এরা বেশ কিছুদিন ধরেই মরা মুরগি বিক্রি করছিল। মাছের যোগান কমার পর আরও ফুলে ফেঁপে উঠেছিল এদের ব্যবসা।

লকডাউনের মধ্যে কোথাও মাছ যথেষ্ট পাওয়া যাচ্ছে তো কোথাও একটু কম। কাঁচা আনাজ অবশ্য বাজারে রয়েছে যথেষ্ট পরিমাণে। যদিও দাম একটু বেশি। এখন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুলের বাজারও বসছে।

পাড়ায় পাড়ায় অনেক জায়গায় হাতে ঠেলা গাড়িতে করে আনাজের পাশাপাশি ফুল বিক্রিও চলছে। রয়েছে ফলও। বিশেষত তরমুজের যোগান রয়েছে যথেষ্ট।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *