State

পুলকারে আগুন, রক্ষা পেল পড়ুয়ারা

হুগলির ব্যাণ্ডেলে অগজেলিয়াম কনভেন্টের পড়ুয়া বোঝাই পুলকারে আগুন লাগায় আতঙ্ক ছড়াল। তবে সব পড়ুয়া অল্পের জন্য রক্ষা পেয়েছে। স্থানীয় বাসিন্দারাই তাদের বার করে আনেন। তবে তাঁরা তৎপরতা না দেখালে যে কোনও বড় ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন পড়ুয়াদের অভিভাবকরা। পড়ুয়াদের বার করে আনার পরই পুলকারের আগুন আরও ভয়ংকরভাবে জ্বলে ওঠে। কার্যত কিছুক্ষণের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পুলকারটি। দমকল এসে শেষ মুহুর্তে আগুন নিভিয়ে ফেলে। কিভাবে আগুন লাগল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। কখনও পুলকার দুর্ঘটনা তো কখনও পুলকারে আগুন, সব মিলিয়ে পুলকার নিয়ে আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবকরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button