State

বিস্ফোরণে থরথর করে কাঁপল গোটা শহর, ভাঙল দূরের বাড়ির কাচ

এমন তীব্র বিস্ফোরণ এর আগে কখনও শোনেননি এলাকার মানুষ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকা থরথর করে কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দে হাড় হিম হয়ে যায়। এমন এক অস্বাভাবিক বিস্ফোরণে শুক্রবার দুপুরে গোটা নৈহাটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কম্পন এতটাই বেশি ছিল যে বিস্ফোরণ স্থল থেকে অনেক দূরেও বেশ কিছু বাড়ির কাচ ভেঙে যায় বা ফাটল ধরে। একটি বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়।

স্থানীয়রা অবশ্য অন্য প্রশ্ন তুলেছেন। তাঁদের মনে হচ্ছেনা যে এটা কেবল বাজির মশলা থেকে হতে পারে। বাজির মশলায় এত তীব্র বিস্ফোরণ হতে পারেনা বলেই মনে করছেন তাঁরা। তাঁদের দাবি, এখানে বাজির আড়ালে দিশি বোমাও তৈরি হত। এদিকে বিস্ফোরণ যখন হয় তখন কারখানায় কাজ হচ্ছিল। ৪ জন শ্রমিক এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন আহত। কারখানাটি ধ্বসে পড়েছে। তার চালও উড়ে গেছে। আগুনও ধরে যায় বিস্ফোরণের পর। ক্ষতি হয়েছে আশপাশের বেশ কিছু বাড়িরও।

ওই কারখানাটি অবৈধ বলেও দাবি করেছেন স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন গত বছরও ওই এলাকায় বিস্ফোরণ হয়েছিল। ফের এ বছরের শুরুতেই হল। কারখানার মালিক নূর হোসেন অবশ্য ঘটনার পর থেকেই বেপাত্তা। তাকে খুঁজছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। নমুনা পরীক্ষা করে দেখা হবে সেখানে বাজির মশলা ছাড়াও আর কি ধরনের মশলা পাওয়া যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *