State

ইউনিফর্ম সঠিক নয়, পড়ুয়াদের নগ্ন করে শাস্তি দিল স্কুল

বোলপুরের একটি ইংরাজি মাধ্যম স্কুলে সঠিক ইউনিফর্ম পড়ে না আসায় পড়ুয়াদের শাস্তি দিল স্কুল। যে সে শাস্তি নয়, তাদের পোশাক খুলে নেওয়া হয়। সেভাবেই ক্লাস করতে বাধ্য করা হয়। এমনকি ওই অবস্থাতেই স্কুল থেকে তাদের ছুটির পর ছাড়া হয়। মঙ্গলবার সকালে এমনই অভিযোগে উত্তাল হয় স্কুল চত্বর। অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের প্রিন্সিপালকে এই কাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তাঁরা। যদিও এই অভিযোগ স্কুলের তরফে অস্বীকার করা হয়েছে।

প্রাথমিকের পড়ুয়াদের মধ্যে অন্তত ৩০ জনের মত পড়ুয়া এই শাস্তির কোপে পড়ে। এই ঘটনার পর শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন অভিভাবকরা। তাঁরা প্রিন্সিপালের ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁকে অপসারিত করারও দাবি করেন। এমন ঘটনার কথা জানাজানি হতে সব মহলেই ছিছিক্কার পড়ে গেছে। স্কুলের এমন কাণ্ডে সব মহল থেকেই ক্ষোভ সামনে এসেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকারও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, যা তিনি সংবাদমাধ্যমে দেখছেন তা গভীর চিন্তার বিষয়। যদিও সরকারি স্কুলের ওপর সরকারের যতটা নিয়ন্ত্রণ থাকে বেসরকারি স্কুলের ক্ষেত্রে সেটা থাকেনা। তবে এমনটা ঘটে থাকলে রাজ্য সরকার বিষয়টি খতিয়ে দেখবে। এই বিষয়ে তিনি শিক্ষা বিভাগের আধিকারিকদের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির পরামর্শ দিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে সেই রিপোর্ট হাতে আসার পর প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে আইসিএসই বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *