State

ডানলপে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারের বস্তিতে আগুন

মঙ্গলবার দুপুরের দিকে ডানলপ মোড় সংলগ্ন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি বস্তিতে আগুন লেগে যায়। কাছেই বরানগর রেল স্টেশন। তার পাশ দিয়ে গেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানেই রাস্তার গা ঘেঁষে সারি দিয়ে একের পর এক অস্থায়ী ঘর ছিল। এদিন সেখানেই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং দাহ্য পদার্থ মজুত করা ঘরগুলি।

West Bengal News
ধ্বংসস্তূপে শেষ সম্বলটুকু খুঁজে দেখা, ছবি – আইএএনএস

আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় বস্তির গা ঘেঁষা বহুতলেও। বহুতলগুলিতে থেকে মানুষজনকে বার করে আনেন দমকলকর্মীরা। কালো হয়ে যায় বহুতলের দেওয়াল। কয়েক জায়গায় আগুনও ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। হাজির হন পুলিশ ও দমকলের পদস্থ আধিকারিকরা।

West Bengal News
হাপুসনয়নে ফিরে দেখা, ছবি – আইএএনএস

ব্যস্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে এই ব্যস্ত রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও তারপরও ধিকিধিকি আগুন জ্বলেছে বিভিন্ন জায়গায়। স্থানীয়দের দাবি, প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কীভাবে লাগল তা পরিস্কার নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *