National

হিমাচলে বরফ পড়েই চলেছে, তুষার ধসের সতর্কবার্তায় আতঙ্ক

কলকাতায় এখন বেশ গরম। রাত বা ভোর বাদ দিলে অন্য সময়ে গায়ে সোয়েটার রাখা যাচ্ছেনা। রীতিমত ঘাম ঝরছে। কিন্তু হিমাচলের চেহারাটা একদম অন্যরকম। সাদা বরফে ঢেকে গেছে পাহাড়ি এলাকা। সিমলা থেকে মানালি, চাম্বা থেকে লাহুল-স্পীতি বিভিন্ন পর্যটনক্ষেত্র বরফের চাদরে ঢাকা। তুষারপাত হয়েই চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতেও সেখানে বরফের টানে হাজির হচ্ছেন পর্যটকেরা।

তুষারপাত চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একটানা তুষারপাত স্থানীয় মানুষকে সমস্যায় ফেললেও বেজায় খুশি পর্যটকেরা। কিন্তু পর্যটকদের সেই খুশিতে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে আর একটি পূর্বাভাস। সিমলা, লাহুল স্পিতি, চাম্বা, কুলু ও কিন্নরে তুষার ধসের পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনা তুঙ্গে। ফলে পর্যটকদের সতর্ক থাকতে হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তুষার ধসের কথা মাথায় রেখে কাউকেই এসব এলাকায় বেশি যাতায়াত করতে মানা করেছে প্রশাসন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। এদিকে তুষারপাতের জেরে কনকনে ঠান্ডায় কাঁপছে হিমাচল। কাঁপছে পর্যটকদের প্রিয় বেড়ানোর জায়গাগুলোও। কল্পা-তে পারদ মাইনাস ৪.২ ডিগ্রি। সিমলা মাইনাস না হলেও কাঁপছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *