State

বিজেপি এবং সিপিএমের সমর্থনে পঞ্চায়েত সমিতি তৃণমূলের

ভোটে কম আসন পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে বিজেপি ও সিপিএম একজোটে সমর্থন করায় ঝালদা ১ পঞ্চায়েত সমিতিতে শাসকের আসনে তৃণমূল। পঞ্চায়েত সমিতিও দখল করল তারা। অন্যদিকে রঘুনাথপুর ২ ব্লকে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে পঞ্চায়েত সমিতি গঠন করেছিল বিজেপি।

পুরুলিয়া জেলার ঝালদা ১, পারা, আরশা, বাঘমুণ্ডি পঞ্চায়েতগুলির বোর্ড গঠন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এর মধ্যে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির মোট ২২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৫টি, ৭টি বিজেপি, সিপিএম ২টি এবং কংগ্রেস ৪টি। তৃণমূলের সভাপতির পদের প্রার্থী বীণা মাহাতকে সমর্থন করেন বিজেপি এবং সিপিএম এর সমস্ত সদস্য। তবে সাঁতুরীতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জেলা প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থগিত রাখা হয়েছে বোর্ড গঠন। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, কংগ্রেসের সঙ্গে জোট করা হয়েছে এ কথা ঠিক, তবে পুরুলিয়াতে গণতন্ত্র বিপন্ন। তৃণমূলকে আটকাতে নিচুতলায় অন্য দলের সঙ্গে জোট করলে তাকে অবশ্যই স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন বিদ্যাসাগরবাবু।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *