State

মেয়েদের কথা তুলে ধরতে ৫ হাজার কিলোমিটার সাইকেল পাড়ি এভারেস্টজয়ী কন্যার

তিনি নিজে নারী। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বারবার কন্যাভ্রূণ হত্যার ঘটনা ও মেয়েদের ওপর ঘটে চলা বর্বরতার ঘটনায় তাঁর মাথা কাটা যায়। বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে, নিজের মাথা পৃথিবীর সব থেকে উপরে তুলেও হেঁট হয়ে যায় তাঁর মাথা, যখন নিজের দেশেই দেখেন মেয়েদের দুরবস্থা। কন্যা সন্তান রক্ষার টানে তাই থেমে থাকে না তাঁর সাইকেল।

রেওয়ারীর সুনিতা সিং ২০১১ সালে এভারেস্ট শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন। এই কৃতিত্বের পর তিনি ভেবেছিলেন ভারতীয়রা একবার হয়ত ভেবে দেখবেন মেয়েরা সুযোগ পেলে কি না করতে পারে! কিন্তু তা হয়নি। তাই বেটি বাঁচাও অভিযানে নেমে পড়ার সিদ্ধান্ত নেন এভারেস্ট জয়ী। সাইকেল নিয়েই ঘুরে বেড়ান গোটা ভারত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এবার তিনি ঘুরছেন গুজরাটের সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল অবধি। পথ হিসাবে প্রায় ৫ হাজার কিলোমিটার। আপাতত সাড়ে ৩ হাজার কিলোমিটার ঘুরে তিনি এসেছেন বোলপুরে। উদ্দেশ্য এটাই প্রমাণ করা যে ভারতে নারী আজও শ্রেষ্ঠ। তবুও তাঁর কথায় কোথায় যেন ভারতে বেড়ে চলা নারী নির্যাতনের জন্য চাপা কষ্টই প্রকাশ পায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *