
অপহরণের হাত থেকে বাঁচতে গিয়ে মাটাডোরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার সুগন্ধা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাতে কারখানা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবীও। আচমকাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মাটাডোরের চালক ও খালাসি তাঁকে অপহরণের চেষ্টা করে। জোর করে মাটাডোরে তুলে পালানোর চেষ্টা করলে মাটাডোর থেকে ঝাঁপ দেন ওই তরুণী। মাটাডোরের চাকায় পিষে যায় তাঁর দেহ। ওই তরুণীকে বাঁচাতে গিয়ে হাতে পায়ে আঘাত পান ওই তরুণীর বান্ধবীও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় মাটাডোরের চালককে ড্রাইভিং লাইসেন্সের সূত্র ধরে হাওড়ার বেলগাছিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে খালাসির।