State

চোরের রাগে বাড়িতে আগুন


চোর রেগে গেলে বোধহয় এমনটাই হয়! বাড়ির বাইরে যাওয়ার আগে যাঁরা মূল্যবান জিনিস যত্ন করে সরিয়ে রেখে যান তাঁরা এবার সাবধান হন। তা না হলে বাড়ির হাল হয়তো হবে বোলপুরের অনিল মল্লিকের বাড়ির মতই। চুরি করতে এসে কিছু না পেয়ে বাড়িতে আগুনই লাগিয়ে দিয়ে গেল চোর।


West Bengal News


গত রবিবার রাতে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় প্রতিবেশিদের। সেসময় বাড়িতে ছিলেন না বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ভিতরে ঢুকে দেখা যায় আসবাব পত্রে আগুন জ্বলছে। গোটা বাড়ি তছনছ। তা থেকেই পুলিশের অনুমান চুরির উদ্দেশ্যেই দুষ্কৃতিরা বাড়িতে ঢোকে। তারপর কিছু না পেয়ে আগুন লাগিয়ে দেয়।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *