State

কাশ্মীর নয়, বাংলার মাটিতেই ‘জিহাদ’-এর ডাক!

ঠিক যেন কোনও বলিউড চলচ্চিত্র। একঝাঁক উজ্জ্বল তরুণ। চোখে তাদের বিপ্লবের স্বপ্ন। আর ধর্মের পাঠ দেওয়া কিছু মানুষ, যারা তাদের শেখাচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য জিহাদই নাকি শেষ কথা। না, কাশ্মীর নয়, এভাবে যুব সম্প্রদায়কে জিহাদি বানানোর কাজ চলত এই বাংলার মাটিতেই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েক মিনিট দূরে বীরভূমের কীর্ণাহারের নিমড়ে গ্রামে। আর এখান থেকেই সেজে ওঠে খাগড়াগড় বিস্ফোরণের পটভূমি।

সোমবার রাতে বেঙ্গালুরু এনআইএ-র জালে ধরা পড়ে খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রী জহিরুল ইসলাম ওরফে কওসর। সাথে তার সঙ্গী মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন। এই নিমড়ে গ্রামেই বড় হয়ে ওঠা তুহিনের। আর কওসর সম্পর্কে এই গ্রামের জামাই।

তুহিনের ধরা পড়ায় একটুও বিচলিত নয় নিমড়েতে থাকা তার পরিবার। তাঁদের কথায় সেই ২০১৪ সাল থেকেই গ্রামে চলত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র প্রশিক্ষণ। মগজ ধোলাই চলত গ্রামের ছেলেদের। বাংলাদেশ থেকে গ্রামে আসে নাসিরুল্লা ও ইউসুফ নামে ২ প্রশিক্ষক। তাদের বশেই গ্রামের ১০ জন যুবক যোগ দেয় জেএমবি-তে। এদেরই হাতে এবছর জানুয়ারিতে বুদ্ধগয়ায় বিস্ফোরণ হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *