
একদিন টানা খোঁজ চালানোর পর অবশেষে মহানন্দার গর্ভ থেকে উদ্ধার হল যুবকের দেহ। গত সোমবার সকালে মালদহের উত্তর বালুচর এলাকায় মহানন্দার জলে স্নান করতে নেমেছিলেন সৌরভ দেব নামে এক যুবক। স্থানীয়দের দাবি, স্নান করতে করতেই সম্ভবত জলে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ জল থেকে না ওঠায় শুরু হয় তাঁর খোঁজে তল্লাশি। উদ্ধারকারীরা তন্নতন্ন করে মহানন্দায় খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও দেহ পাওয়া যায়নি।
সোমবার সারা দিন দেহের খোঁজ করেও না পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। নামানো হয় ডুবুরি। মহানন্দার গর্ভে ডুবুরিরা খোঁজ শুরু করেন। তারপরই খোঁজ মেলে সৌরভের দেহের। দেহটি তুলে আনা হয়। কিন্তু কীভাবে তিনি ডুবে গেলেন তা এখনও পরিস্কার নয়।