State

পঞ্চায়েত নির্বাচনের রাতেই উদ্ধার এসআইয়ের ঝুলন্ত দেহ, রহস্য ঘনীভূত

পঞ্চায়েত নির্বাচনের রাতে রহস্যজনকভাবে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার এসআইয়ের। সোমবার রাতে কোয়ার্টার থেকে উদ্ধার হয় এসআই অরিন্দম কুণ্ডুর ঝুলন্ত দেহ। মৃতের বাড়ি দমদমে। সেখানে তাঁর স্ত্রী ও ২ সন্তান থাকেন। সূত্রের খবর, গত সোমবার পঞ্চায়েত নির্বাচনের ডিউটি শেষ হয়ে যাওয়ার পর কোয়ার্টারে ফিরে যান তিনি। রাতে সহকর্মীরা তাঁকে কোয়ার্টারের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তাঁর দেহ ময়নাতদন্তে নিয়ে যায় পুলিশ।

স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত অরিন্দমবাবুর। পুলিশের প্রাথমিক অনুমান, সেই অশান্তির জেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মৃতের আত্মীয়রা অবশ্য পারিবারিক অশান্তির জেরে তাঁর আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। তাঁদের ধারণা এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে। অরিন্দমবাবুর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তাঁরা।

নির্বাচনের দিনেই হঠাৎ এসআইয়ের আত্মহত্যার ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন মৃতের সহকর্মীদের একাংশও। কর্মক্ষেত্রে কোনওরকম চাপ থেকেই কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন ওই পুলিশ আধিকারিক? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *