
রাজ্যের ২০ জেলায় সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ত্রিস্তর পঞ্চায়েতে এদিন ভোট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৭৮৯টি আসনে। পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১১৯টি আসনে। জেলা পরিষদের ৬২১টি আসনে। মোট বুথের সংখ্যা ৪৬ হাজার ৭০৫টি। নিরাপত্তায় প্রতি বুথ পিছু রয়েছেন ১ জন করে সশস্ত্র পুলিশ ও ১ জন করে লাঠিধারী পুলিশ। ভোট শান্তিপূর্ণ করতে অন্য রাজ্য থেকে প্রায় ১ হাজার ৮০০ পুলিশ নিয়ে আসা হয়েছে। এদিন সকাল থেকেই উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে চলেছে রুট মার্চ। পুরো অবস্থার দিকে নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন।
এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। অনেক জায়গাতেই দেখা গেছে বুথের দরজা খোলার আগে থেকেই লম্বা লাইন। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য ভোটগ্রহণ কিছুটা ধীরে শুরু হয়। ভোট শুরু হতেই ভাঙড়, বাগদা, দিনহাটা, কেশপুর সহ বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর এসেছে। তবে সর্বত্রই পুলিশ খুব দ্রুত অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।













