State

প্রস্তুতি সম্পূর্ণ, বুথে বুথে রওনা দিলেন ভোটকর্মীরা

সোমবার পঞ্চায়েত নির্বাচন। তারই প্রস্তুতি শুরু হয়েছিল গত শনিবার থেকে। শনিবার থেকেই বিভিন্ন দূরদূরান্তের বুথগুলিতে পুলিশ পৌঁছতে শুরু করে। রবিবার সকাল থেকে শুরু হয় ভোটকর্মীদের তৎপরতা। সকাল থেকেই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তাঁদের জিনিসপত্র বুঝে নিয়েছেন তাঁরা। ভোটের সরঞ্জাম বুঝে হাতে পেয়ে রওনা দিয়েছেন ভোটকেন্দ্রের দিকে। অনেক ভোটকর্মীর ডিউটি পড়েছে প্রত্যন্ত গ্রামে। সেখানে পৌঁছনো বেশ কঠিন। ফলে রওনা দিতে হয়েছে আগেভাগেই। তাই সকাল থেকেই ভোটকর্মীদের তৎপরতা ছিল তুঙ্গে। এদিকে অনেক জায়গায় গত শনিবার থেকেই রুট মার্চ শুরু হয়েছে।

যেভাবে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রক্তাক্ত হচ্ছে বিভিন্ন অঞ্চল, তাতে প্রশাসনের তরফে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনও তৈরি। ১ দফায় রাজ্যের সর্বত্র ভোট। ফলে কমিশনের তরফে সবকিছু ঠিকঠাক মেটানো একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এদিন কলকাতা সহ আশপাশের ৫টি জেলায় দুপুর থেকে প্রবল বৃষ্টি নামে। ফলে বুথে বুথে ভোটকর্মীদের পৌঁছতে অনেক জায়গায় সমস্যায় পড়তে হয়। তবে সব মিলিয়ে প্রস্তুতি প্রায় সারা। এখন অপেক্ষা সোমবার সকাল ৭টা বাজার। তারপরই শুরু হয়ে যাবে রাজ॥ জুড়ে পঞ্চায়েত ভোট। চলবে বিকেল ৫টা পর্যন্ত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *