State

ভোটের সকালে দক্ষিণবঙ্গে প্রবল গরম, উত্তরবঙ্গ ভিজে একসা

গত রবিবার ভোটের আগের দিন দুপুরে কলকাতা সহ ৫ জেলার প্রবল ঝড় ও বৃষ্টিতে মৃত্যু হয় ৯ জনের। আকাশ কালো করা বৃষ্টি চলে একটানা। কিন্তু সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝলমল করছে রোদ। বেশ গরম। বেলা যত বাড়ছে ততই চড়ছে পারদ। ফলে দক্ষিণবঙ্গ জুড়েই গরম এড়াতে সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন নজর কেড়েছে। সকলেই চাইছেন মাথার ওপর সূর্য আগুন ঢালার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ভোট দিয়ে বাড়ি চলে যেতে।

দক্ষিণবঙ্গে যখন সকাল থেকেই পারদ উর্ধ্বমুখী, সেখানে উত্তরবঙ্গের চেহারাটা ছিল একদম উল্টো। উত্তরবঙ্গ জুড়েই সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয়েছে মালদহ, থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। ফলে এখানে অনেক বুথেই সকালে তেমন ভোটারদের ভিড় নজরে পড়েনি। ভোট পড়েছেও কম। বৃষ্টি থামলে অনেকে ভোট দিতে বার হন। তবে বৃষ্টির জেরে একটা ভাল হয়েছে। দিনভর আগুনে গরমে ভুগতে হবে না ভোটারদের। উত্তরবঙ্গ জুড়েই আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। ফলে ভোটারদের লাইনে দাঁড়াতে কম কষ্ট হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *