Entertainment

দ্বিতীয়বার বিয়ে করলেন হিমেশ রেশমিয়া

বিয়ের সানাই বেজেই চলেছে বলিউডে। কয়েকটা বিয়ের খবর তো আগে থেকে পাওয়াই যাচ্ছেনা। তার আগেই গোপনে ঝটপট ৪ হাত এক করে ফেলছেন বলি তারকারা। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সোনম কাপুর-আনন্দ আহুজা, অঙ্গদ বেদি-নেহা ধুপিয়ার পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের আর এক তারকা। তবে তাঁর খ্যাতি অভিনয়ের জন্য নয়। বরং বলিউডের সঙ্গীত জগতে একসময়ের দাপুটে সঙ্গীত পরিচালক, গীতিকার তথা গায়ক হিসাবে তাঁকে একডাকে চেনেন সকলে। তিনি হিমেশ রেশমিয়া। শুক্রবার রাতে দীর্ঘদিনের লিভ ইন পার্টনার টেলি অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। আর তাঁর জীবনের এমন একটা খুশির খবর ভক্তরা পেলেন সোশ্যাল মিডিয়া মারফত।

শনিবার সকালে ইন্সটাগ্রামে স্ত্রীর সঙ্গে বিয়ের মুহুর্তের বেশ কিছু ছবি আপলোড করেন হিমেশ রেশমিয়া। বিশেষ দিনের জন্য সাদা সোনালি রঙের শেরওয়ানি বেছে নিয়েছিলেন হিমেশ। আর হাল্কা ক্রিম রঙের লহেঙ্গায় নিজেকে কনের সাজে সাজিয়ে তোলেন পাত্রী সোনিয়া। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ‘দিল্লি কা লাড্ডু’-র স্বাদ নিলেন হিমেশ রেশমিয়া। গত বছর জুনে তাঁর ২২ বছরের দাম্পত্য জীবনে ইতি ঘটে। স্ত্রী কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৪৪ বছরের গায়কের। বিচ্ছেদের পরই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ‘ঝলক দিখলা যা’, ‘আশিক বানায়া আপনে’ সহ একগুচ্ছ হিট গানের গায়ক।

গত শুক্রবার মুম্বইয়ের লোখান্ডওয়ালার ফ্ল্যাটে ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু আর প্রথম পক্ষের ছেলে স্বয়মকে সাক্ষী রেখে আরও একবার দাম্পত্য জীবনে পা রাখলেন ‘কর্জ’, ‘খিলাড়ি ৭৮৬’ ছবির অভিনেতা। জাঁকজমক নয়, ছিমছাম অনুষ্ঠান আর গুজরাটি রীতিনীতি মেনেই এদিন প্রেমিকাকে মিস কাপুর থেকে মিসেস রেশমিয়া করে নিলেন হিমেশ।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button