State

বাম-তৃণমূল সংঘর্ষ, মৃত ১


গত শুক্রবার বিকেলে ভাঙড়ে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্দল প্রার্থীদের প্রচার মিছিলে গুলি চলে। মৃত্যু হয় এক নির্দল সমর্থকের। সেই ঘটনাকে কেন্দ্র করে বিকেলের পর থেকেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষেরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই খবর। কিন্তু তার কিছুক্ষণ পর রাতের দিকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ইব্রাহিমপুরে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মৃত্যু হয় ১ জনের। বামেদের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকেরাই তাঁদের মিছিলে হামলা চালায়। পাল্টা তৃণমূলের অভিযোগ মন্ত্রী গোলাম রাব্বানির সভা শেষে তাঁরা যখন ফিরছিলেন তখন বামেদের মিছিল থেকে তাঁদের ওপর হামলা হয়।


রাতে সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়। দু পক্ষই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মহম্মদ মাহজির নামে এক তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। ঘটনার জেরে শনিবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারমধ্যে ১ জন সিপিএম প্রার্থীর স্বামী।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *