SciTech

মহাকাশে পৌঁছল বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’

মহাকাশে নিজের জায়গা করে নিল বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’। তবে বাংলাদেশ থেকে তা মহাকাশে পাড়ি দেয়নি। পাড়ি দিয়েছে আমেরিকার ফ্লোরিডা থেকে। মার্কিন সংস্থা স্পেসএক্স-এর ফ্যালকন রকেটে মহাকাশে পাড়ি দেয় বাংলাদেশের এই কৃত্রিম উপগ্রহ। এরপর কক্ষপথের পূর্ব নির্ধারিত জায়গাতেই তা প্রতিস্থাপিত হয়।

শুক্রবার মধ্যরাতে এই উপগ্রহ উৎক্ষেপণকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষও অধীর অপেক্ষায় ছিলেন। কারণ তার আগের দিন উৎক্ষেপণের সবকিছু ঠিকঠাক থাকলেও তা শেষ মুহুর্তে বাতিল করা হয়। তারও আগে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর এটি উৎক্ষেপণের কথা থাকলেও তা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয়ে যায়। এদিন অবশ্য কোনও সমস্যা ছাড়াই উপগ্রহটি মহাকাশে পাড়ি দেয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রতিবেশি বাংলাদেশের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশকে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। এই উপগ্রহ তার আগাম পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া পর্যবেক্ষণের কাজেও ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশ থেকে দেশের জন্য বড় দায়িত্ব পালন করবে।

(ছবি – সৌজন্যে – স্পেসএক্স)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *