State

রাতের অন্ধকারে উল্টে গেল বিয়েবাড়ি ফেরত গাড়ি, মৃত ৭


নয়ানজুলিতে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ৭ আরোহীর। মৃতদের মধ্যে ১ শিশুসহ ৪ জন একই পরিবারের সদস্য। গত শুক্রবার মধ্যরাতে কোচবিহারের তুফানগঞ্জ থানার টুপামারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতে তুফানগঞ্জের বক্সিরহাটে মারুতি গাড়ি করে বিয়েবাড়ি যান ৭ জনের একটি দল। বিয়েবাড়ির ভোজপর্ব শেষ করে দিনহাটার ভাটাগুড়ির দিকে রওনা দেয় তাঁদের গাড়ি। গাড়িতে চালক সহ ছিলেন ৭ জন। ফেরার পথে রাত সাড়ে ৩টে নাগাদ আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়ি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে খালের মধ্যে।


ঘটনার আকস্মিকতায় নিজেদের বাঁচানোর সুযোগটুকু পাননি কেউই। নয়ানজুলির জলে ডুবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। দুর্ঘটনার পর শনিবার ভোররাতের দিকে গ্রামবাসীরাই প্রাথমিকভাবে উদ্ধারের কাজে এগিয়ে আসেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একে একে নিথর দেহগুলি টেনে বার করে আনেন তাঁরা। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জল থেকে তোলা হয় গাড়িটিকেও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাঝরাতে গাড়ি চালাতে চালাতে কোনওভাবে চোখ লেগে গিয়েছিল গাড়ির চালকের। সম্ভবত বাকিরাও কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা খালের জলে গাড়িটি পড়তেই স্টিয়ারিং লক হয়ে যায়। ফলে ঝাঁকুনিতে তন্দ্রা কাটলেও গাড়ির ভিতর আটকে গিয়ে সলিল সমাধি হয় গাড়ির সব আরোহীর। দুর্ঘটনার সংবাদ পেতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *