খুচরো পয়সা নিয়ে বিবাদের জেরে রক্তাক্ত হল হাওড়ার পাঁচলা। সূত্রের খবর, পাঁচলার একটি মদের দোকানে গুরুপদ ঘোষাল নামে এক ব্যক্তির সঙ্গে খুচরো পয়সা নিয়ে ঝগড়া শুরু হয়। অভিযোগ ঝগড়া ক্রমশ উত্তপ্ত চেহারা নিলে আচমকাই গুরুপদ ঘোষালকে গুলি করা হয়। রক্তাক্ত গুরুপদবাবুকে আশঙ্কাজনক অবস্থা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যারা গুলি চালিয়েছিল তাদের একজনকে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। বেদম প্রহারের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্য ২ অভিযুক্তকে খুঁজছে পুলিশ।