দুদিন পেরিয়ে গেলেও আগা খান ফাউন্ডেশনের হয়ে কাবুলে কাজ করতে যাওয়া কলকাতার মেয়ে জুডিথ ডিসুজার কোনও খোঁজ মিলল না। তালিবান বা অন্য কেউ তাঁকে অপহরণেরও দাবি না করায় কপালের ভাঁজ পুরু হচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রকের। এদিকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ডিসুজা পরিবারকে ফোন করে জুডিথকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। জুডিথকে ফেরাতে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন নবান্নে একথা জানান তিনি। রাজ্যের তরফ বিদেশমন্ত্রকের সঙ্গে ডেরেক ও’ ব্রায়েন যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে এদিন জুডিথের উদ্বিগ্ন পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন বিধায়ক স্বর্ণকমল সাহা।