State

বাংলার অধঃপতন, দায়ী মোদী-মমতা : সনিয়া

Sonia Gandhiক্ষমতায় এসেই রং বদলেছে তৃণমূল। যে প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সেকথা ক্ষমতায় আসার পর তিনি ভুলে গেছেন। তৃণমূলের পরিবর্তনের প্রতিশ্রুতির জন্যই তাদের সঙ্গ দিয়েছিল কংগ্রেস। কিন্তু সে পরিবর্তন হয়নি। নিজেদের গরীব দরদী বলে দাবি করলেও ক্ষমতায় এসে গরীবদের জন্য তৃণমূল কিছুই করেনি। ক্রমশ রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বেড়েছে অত্যাচার। এদিন রাজ্যে প্রচারে এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। রায়দিঘি ও শ্রীরামপুরের প্রচারসভা থেকে মমতা-মোদী আঁতাঁত নিয়েও মুখ খুলেছেন সনিয়া। মমতা-মোদী যুগলবন্দি রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, মমতা, মোদী দুজনেই অহংকারী শক্তি। এঁরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এঁদের জন্য দেশের মৎসজীবীরা আজ ধুঁকছেন। অথচ বিদেশের মাছ ধরার ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ নিয়ে চলে যাচ্ছে। একসময়ে চাল উৎপাদনে এক নম্বরে থাকা রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ এখন চালের জন্য হাহাকার করছেন। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে। রুটিরুজির খোঁজে রাজ্য ছেড়ে যুবক যুবতীরা অন্যত্র পাড়ি দিচ্ছেন। শিল্পের হাল ক্রমশ বেহাল হচ্ছে। এদিন চিটফান্ড নিয়েও মমতা ও মোদী সরকারকে একহাত নিয়েছেন সনিয়া। তাঁর দাবি, চিটফান্ড মালিকদের বিরুদ্ধে কোনও কিছুই করছে না কেন্দ্র। কোনও তদন্ত হচ্ছেনা। এটা মমতা-মোদীর গোপন আঁতাঁতের ফল। রাজ্যে দুর্নীতির রমরমাই বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার কারণ বলে দাবি করেন কংগ্রেস সভানেত্রী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *