
প্রবল গরমে দেশ জুড়ে মৃত্যুর খবর এলেও পশ্চিমবঙ্গের নাম সেই তালিকায় ছিল না। মঙ্গলবারের পর সেই তালিকায় রাজ্যের নামও উঠে গেল। এদিন বর্ধমানের কালনার পাতাইগাছির মাঠে কাজ করার সময় সঞ্জয় মুর্মু নামে এক যুবক আচমকাই লুটিয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হিটস্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। এপ্রিল মাস জুড়েই প্রবল গরম আর তাপপ্রবাহে জ্বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগ। তবু এতদিন গরমে মৃত্যুর খবর সামনে আসেনি। এদিন সঞ্জয় মুর্মুর মর্মান্তিক মৃত্যু সেই রেহাইটুকুও রাখল না।