
নির্বাচন কমিশনের লাগাতার দল বিরোধী পদক্ষেপের অভিযোগ তুলে এবার পথে নামলেন তৃণমূল কর্মীরা। শুক্রবার সকালে ফরিদপুর থানার সামনে প্রতিবাদে সামিল হন তাঁরা। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী দীপেন্দু তিওয়ারির অনুগামীরা এদিন প্রতিবাদে সামিল হন। তাঁদের অভিযোগ, দলীয় কর্মীদের অহেতুক হেনস্থা করছে কমিশন। ভোট চলাকালীন তাঁদের ওপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে। এই অভিযোগে থানার সামনে অনশনও শুরু করেন তাঁরা। তৃণমূল কর্মী সমর্থকদের প্রতিবাদ ঘিরে থানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পয়লা বৈশাখের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শো-কজ করেছে কমিশন। ওদিনই পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কমিশন কয়েকজন পুলিশ আধিকারিককেও সরিয়ে দিয়েছে।