State
হলদিয়ায় উত্তেজনা, আহত এসডিপিও, ওসি

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হলদিয়ায়। এদিন জোট প্রার্থীর সমর্থনে জোট সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে এসে মাইক বাজাচ্ছিলেন। অভিযোগ এতে প্রতিবাদ জানান তৃণমূল সমর্থকরা। শুরু হয় দুপক্ষে বচসা, হাতাহাতি। পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের রূপ নেওয়ায় অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করেন স্থানীয় থানার ওসি শীর্ষেন্দু দাশ। কিন্তু হাতাহাতির মধ্যে পড়ে চোট পান তিনি। ঘটনার খবর পেয়ে হাজির হন হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায়। পরিস্থিত সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁরও চোট লাগে। ঘটনায় এক সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।