রাজ্য বিধানসভার স্পিকার হিসাবে দ্বিতীয়বারের জন্য মনোনীত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় আনুষ্ঠানিকভাবে স্পিকার পদে বসার পর বিমানবাবুর উদ্দেশ্যে বক্তব্য রাখতে উঠে বিধানসভায় তাঁকে নিরপেক্ষতা বজায় রাখার আবেদন জানান বিরোধী নেতা আবদুল মান্নান। বামেদের পক্ষে বক্তব্য রাখতে উঠে তাঁদের কথাও সমগুরুত্ব দিয়ে শোনার আবেদন জানান সুজন চক্রবর্তী। এদিন বিধানসভায় কার্যতই ছিল সৌভাতৃত্বের পরিবেশ। দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁর ঘরে গিয়ে বামেদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে আসেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য সহ পাঁচ বাম বিধায়ক। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক হিংসা চলছে সেদিকে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানান সুজন। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু মানুষের ক্ষেত্রে কার্ফু জারি হয়েছে। তাঁরা বাড়িতে ঢুকতে পারছেন না। বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র বসবাস করতে হচ্ছে। এ ব্যপারে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সুজন চক্রবর্তী। এদিকে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দলমত নির্বিশেষে অধিবেশনে শান্তি বজায় রাখা ও গঠনমূলক আলোচনার আবেদন জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে এদিন নির্বাচনী সংস্কারের পক্ষেও সওয়াল করেন তিনি।
Leave a Reply













