State

সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম বদলের দাবি বিশ্বভারতীতে


পাশ না করলে সেই বছরই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, এমনই দাবিতে এবার সরব হলেন বিশ্বভারতীর পড়ুয়ারা। উপাচার্যের দফতরের গেটে তালা ঝুলিয়ে রবিবার আন্দোলন করেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের দাবি এরকম নিয়ম অর্ডিন্যান্স-এ নেই। তাই পরীক্ষায় বদলের চিন্তাভাবনা করা সম্ভব না।


বিশ্বভারতীতে সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ার সময় থেকে নিয়ম হয় কোনও পড়ুয়া কোনও বিষয়ে অনুত্তীর্ণ হয়ে থাকলে তিনি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি তৃতীয় সেমিস্টারে আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে দিতে হবে। এটা অর্ডিন্যান্স।


Visva-Bharati University


রবিবার ছাত্রছাত্রীরা দাবি জানান যে সেমিস্টারে অনুত্তীর্ণ সেই সেমিস্টারেই তার সাপ্লিমেন্টারি নিতে হবে। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, তিনি অর্ডিন্যান্স-এর বাইরে যেতে পারেন না। ভারপ্রাপ্ত হওয়ার কারণে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন তাঁর পক্ষে করা সম্ভব নয়।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *