State

শ্রীনিকেতনে নতুন সংগ্ৰহালয় উপহার বিশ্বভারতীর


শান্তিনিকেতনের পর্যটকদের জন্য এবার নতুন গন্তব্য শ্রীনিকেতনের এলমহার্স্ট ক্রাফটস মিউজিয়াম। সেই সাথে জনসাধারণের সামনে প্রকাশিত হল নন্দলাল, রামকিঙ্করের নতুন শিল্পকলা।


একটা সময় ছিল যখন নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ-এর মত বিখ্যাত শিক্ষকেরা শ্রীনিকেতনের শিল্প সদনে নিয়মিত শিক্ষকতা করতেন। কলাভবনের পাশাপাশি শিল্প সদনের পড়ুয়ারাও শিল্পের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়ার শিক্ষা পেতেন বিশ্বভারতীর অনন্য ভাস্কর, শিল্পীদের থেকে। সেই সময় এই সব মহান ভাস্কররা পড়ুয়াদের শেখাতে গিয়েই বহু শিল্প সামগ্রির সৃষ্টি করেছিলেন।



এতকাল শান্তিনিকেতনের খোলা মাঠে সেই শিল্প সৃষ্টির নমুনাগুলিই সাধারণ মানুষ দেখতে পেতেন। শিল্প সদনে ভাস্করদের তৈরি হাতের আসল কাজগুলি রয়ে গিয়েছিল সকলের চোখের আড়ালে। এবার সেই সব শিল্পীদের শিল্পকলা দিয়ে সাজিয়ে শ্রীনিকেতনে নতুন সংগ্ৰহালয় খুলে দিল বিশ্বভারতী। সংগ্রহালয়টি উৎসর্গ করা হয়েছে শ্রীনিকেতনের অন্যতম স্থপতি এলমহার্স্টের নামে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান যে পর্যটকদের কাছে শ্রীনিকেতনের নতুন আকর্ষণ তৈরি করতেই তাঁদের এই উদ্যোগ।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *