Sports

হার্দিক, রাহুলের মন্তব্যকে সমর্থন করেনা ভারতীয় দল, জানালেন বিরাট

ভারতীয় ক্রিকেট দল এবং সেই দলের দায়িত্বশীল ক্রিকেটাররা হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্যকে সমর্থন করেননা। তাঁরা যে শব্দ ব্যবহার করেছেন তা অসঙ্গত। এদিন সিডনিতে এমনই জানালেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও বলেন, কোথায় ভুল তা নিশ্চয়ই ওই ২ ক্রিকেটার বুঝতে পেরেছেন, কী ঘটেছে তার গুরুত্বও আশা করা যায় তাঁরা অনুধাবন করতে পেরেছেন।

একে তাঁদের ওপর শাস্তির খাঁড়া নেমে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছে ক্রিকেট বিশ্ব। সেখানে হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির এই মুখ খোলা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে বিরাটের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট জগতের মানুষজন। প্রসঙ্গত চিত্র পরিচালক করণ জোহরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হার্দিক পাণ্ডিয়া মহিলাদের নিয়ে যে মন্তব্য করেন তা বিভিন্ন মহলে প্রবলভাবে সমালোচিত হচ্ছে। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লোকেশ রাহুলও। পরে সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চাইলেও এই ২ ক্রিকেটারকে ২টি ম্যাচ সাসপেন্ড করার কথা ভাবছে বিসিসিআই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *