বিবাহবিচ্ছেদে স্ত্রীর খোরপোশ তো বটেই, লক্ষ লক্ষ টাকা বিড়ালের খরচও যুবকের কাঁধে
এমনটা হবে জানলে হয়তো ওই যুবক বিয়েই করতেননা। বিবাহবিচ্ছেদের জেরে তাঁকে স্ত্রীকে খোরপোশ দিতে হচ্ছে মোটা টাকা। তার সঙ্গে আদালতের নির্দেশে বেড়ালের ভরণপোষণের খরচও ওই যুবকেরই।
বিয়ে হওয়ার পর যুবক যুবতীর দিনগুলো ভালই কাটছিল। কিন্তু সম্পর্কে চিড় ধরে ২ বছরের মধ্যেই। কিছুদিন সংসার করার পরেই তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ২ বছরের মধ্যেই শেষ হয়ে যায় দাম্পত্যের সব আনন্দ। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
বিয়ের পর মিল না হওয়ায় বিবাহবিচ্ছেদ নতুন নয়। সমস্যা শুরু হয় তাঁদের পোষা বিড়ালদের নিয়ে। বিয়ের পর তুরস্কের বাসিন্দা ওই যুবক যুবতী বুগরা এবং এজগি মিলে একজোড়া বিড়াল পুষেছিলেন। বিচ্ছেদের মামলার রায় অনুযায়ী এজগি ওই বিড়ালগুলিকে দেখভাল করার দায়িত্ব পান।
এখানেই শুরু আসল গোলমাল। আদালতের নির্দেশে এজগির খোরপোশের জন্য তো বুগরাকে কয়েক লক্ষ টাকা খরচ করতেই হবে। কিন্তু বিড়ালগুলির ভরণপোষণের খরচও মেটাতে হবে বুগরাকেই। আগামী ১০ বছর বা বিড়ালগুলির আয়ুষ্কাল অবধি তাঁকে এই খরচ টানতে হবে।
প্রতি ৩ মাস অন্তর বুগরাকে বিড়ালের খরচ বাবদ এজগিকে ১০ হাজার লিরা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ২১ হাজার টাকার সমান। হিসাব মত বিড়ালগুলি পূর্ণ সময়কালের জন্য জীবিত থাকলে তাদের ভরণপোষণের জন্য বুগরাকে ৮ লক্ষ টাকার ওপর খরচ করতে হবে। সেই সঙ্গে এজগিকে বিবাহবিচ্ছেদের খরচ হিসাবে দিতে হবে ৫ লক্ষ ৫০ হাজার লিরা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ লক্ষ ৫৮ হাজার টাকা।
খবরটি ছড়িয়ে পড়তেই বিচ্ছেদের জন্য খরচের বহর দেখে সকলের চোখ কপালে উঠেছে। অনেকেই মজা করে বলছেন, এমন জানলে বিচ্ছেদ তো দূরের কথা ওই তরুণ বিয়ের পথেই পা বাড়াতেন না।













