ফের খুলে যাচ্ছে তারাপীঠ মন্দিরের দরজা
রথযাত্রার দিন ৩ মাস বন্ধ থাকার পর খুলেছিল তারাপীঠ মন্দির। তারপর ফের তা বন্ধ হয়। আবার তা খুলছে।
কলকাতা : ভক্তদের মায়ের দর্শনের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হল না। দ্বিতীয় দফায় তারাপীঠ মন্দির বন্ধ হওয়ার পর অনেকেই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা ফের কবে মায়ের দর্শন করতে পারবেন। ১ অগাস্ট থেকে দ্বিতীয় দফায় বন্ধ হয়েছিল মন্দিরের দরজা। তখন অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। অবশেষে ২৪ অগাস্ট থেকে ফের মন্দিরের দরজা খুলে যাচ্ছে। বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ। এদিকে শনিবার মন্দিরে রাম মন্দিরের ভূমি পুজোর প্রসাদ বিলি হয়।
করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রথযাত্রার দিন খুলে গিয়েছিল তারাপীঠ মন্দিরের দরজা। করোনা বিধি মেনে ভক্তদের প্রবেশাধিকার মিলছিল। কিন্তু তা ফের বন্ধ হয়। ফের বন্ধ হয়ে যায় তারাপীঠ মন্দিরের দরজা। গত ১ অগাস্ট থেকে তারাপীঠ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়ে যায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মন্দির বলে জানিয়ে দেয় মন্দির কর্তৃপক্ষ।
বীরভূমে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে জুলাইয়ের শেষে। তারাপীঠের আশপাশেও করোনা সংক্রমণের খোঁজ মিলেছিল। তাই কোনও ঝুঁকি না নিয়ে তারাপীঠ মন্দির ফের বন্ধ করে মন্দির কর্তৃপক্ষ। ১ অগাস্ট থেকে বন্ধ হলেও কবে মন্দির ফের খুলবে তা তখন জানা যায়নি। তবে ভক্তদের খুব বেশিদিন মায়ের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ফের ২৪ অগাস্ট থেকে খুলে যাচ্ছে মন্দিরের দরজা।
করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রথযাত্রার দিন খুলে গিয়েছিল তারাপীঠ মন্দির। ভক্তদের জন্য খুলেছিল দরজা। রথযাত্রার দিন ভোরে মঙ্গলারতি দিয়ে দরজা খোলে মন্দিরের। অবশ্য ভক্ত সমাগমে ছিল করোনা বিধিনিষেধ। মন্দিরে ১০ জনের বেশি ভক্তের প্রবেশ নিষেধ ছিল। মুখে মাস্ক বাধ্যতামূলক ছিল। স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে গিয়েই মন্দিরে প্রবেশ করা যাচ্ছিল। গর্ভগৃহেও ঢোকা মানা ছিল। লোহার বন্ধ গেটের বাইরে থেকে মাকে দর্শন করছিলেন ভক্তরা। এবারও যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই ভক্তদের জন্য দ্বিতীয় দফায় খুলছে মন্দিরের দরজা।