World

বিশ্বে কোন স্কুলে পড়ার খরচ সব থেকে বেশি, কেমন দেখতে সেই স্কুল

এই স্কুলে পড়ানো অনেক অভিভাবকের স্বপ্ন হতে পারে। কিন্তু বাস্তবে তা করতে গেলে বছরে যে টাকা গুনতে হবে তা কয়েকজনের পক্ষেই সম্ভব।

বিশ্বজুড়ে কত স্কুল আছে তার সংখ্যা অবশ্যই বিশাল। কিন্তু সেই অগুনতি স্কুলের মধ্যে কয়েকটি এমন স্কুলও থাকে যার কথা বিশ্বের প্রায় সকলের জানা। সেসব স্কুলে পড়ানোও অভিভাবকদের স্বপ্ন।

তার মধ্যেও ১টি স্কুলে পড়ানো সবচেয়ে খরচ সাপেক্ষ। সেটাই বিশ্বের সবচেয়ে বেশি খরচের স্কুল। যেখানে বছরে একজন ছাত্রের পড়ার খরচ ১ কোটি টাকার কিছু বেশি। সেটাই স্কুলের বার্ষিক ফি। অনুমেয় যে এ স্কুলে কারা পড়ানোর কথা ভাবেন।

স্কুলটি অবস্থিত সুইৎজারল্যান্ডে। এখানে রোল নামে একটি জায়গা রয়েছে, যেখানে সবুজের মাঝে রয়েছে একটি ভিনগ্রহের জীবদের যান বলে পরিচিত সসার বা কচ্ছপের পিঠের মত দেখতে স্কুলটি।

‘ইন্সটিটিউট লে রোসে’ নামে স্কুলটিতে অতি ধনী পরিবারের সন্তানরাই পড়ার সুযোগ পায়। স্কুলটি তৈরি হয়েছিল কিন্তু ১৮৮০ সালে। বোর্ডিং স্কুল হিসাবে তৈরি হয় স্কুলটি। তারপর থেকে সেটি দ্রুত সুনাম অর্জন করে। ভাল স্কুল হিসাবে পরিচিতি পায়।


এখন স্কুলটিতে পড়ানোর খরচ যেমন চোখ কপালে তুলে দিতে পারে, তেমনই তাদের ছাত্রদের রেজাল্টও অনেককে অবাক করতে পারে। বিশ্বের প্রথমসারির কলেজে এখানকার ছাত্ররা স্থান পায়।

Switzerland
সর্বাধিক খরচা বহুল স্কুল লে রোসে, ছবি – সৌজন্যে – রোসে ডট সিএইচ

২৮ হেক্টর জমির ওপর স্কুলটি সবুজের কোলে অবস্থিত। প্রকৃতির মাঝে এই স্কুল থেকে পাশ করে বার হওয়ার সম্মানও আলাদা। এখনও এটি আবাসিক স্কুলই। অর্থাৎ এখানে থেকেই ছাত্রদের পড়াশোনা করতে হয়। থাকার জায়গাও স্কুলটির মতই অপরূপ সুন্দর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button