National

জালিয়াতির নতুন ধরন, স্পা করাতে গিয়ে ৩৫ হাজার টাকা খোয়ালেন স্বামীস্ত্রী

জালিয়াতির নতুন নতুন ধরন জন্ম নিচ্ছে। আর তাতে পা দিয়ে ফেলছেন সাধারণ মানুষ। এমনই এক অভিনব জালিয়াতির শিকার হলেন এক দম্পতি।

শরীরচর্চা নিয়ে এখন অনেক মানুষই সচেতন। এজন্য যথেষ্ট অর্থব্যয়ও করে থাকেন তাঁরা। এমনই এক দম্পতি আয়ুর্বেদিক সংস্থায় স্পা করাতে গিয়ে মোটা অঙ্ক হারালেন।

তাঁরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের কাছে একটি ফোন আসে। একটি আয়ুর্বেদিক সংস্থা থেকে ফোন করা হচ্ছে বলে জানানো হয়। বলা হয় সেখানে আয়ুর্বেদিক স্পা করানো হয়। স্বামীস্ত্রী একসঙ্গে করতে চাইলে ৩৫ হাজার টাকার একটি প্যাকেজ রয়েছে।

ওই দম্পতি রাজি হয়ে যান। এটাও জানানো হয় যে যদি তাঁরা নির্দিষ্ট দিনে স্পা না করাতে পারেন এবং ক্যানসেল করে দেন তাহলে তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

সেইমত দম্পতি ৩৫ হাজার টাকা জমা দিয়ে দেন। যে অ্যাকাউন্টে পাঠাতে হবে টাকা তাও জানিয়ে দেয় রাকেশ নামে আয়ুর্বেদিক সংস্থার ওই প্রতিনিধি।

পরে বিশেষ কারণে সেই স্পা ক্যানসেল করেন ওই দম্পতি। রাকেশ জানায়, টাকা তাঁরা ফেরত পেয়ে যাবেন। কিন্তু বারবার রাকেশ নামে ওই ব্যক্তিকে ফোন করেও কাজ হয়নি।

এমনকি একটা সময় পর রাকেশ জানায় তার হেড অফিসের সঙ্গে কথা হয়েছে। অফিস জানাচ্ছে এমন কোনও ৩৫ হাজার টাকাই জমা হয়নি।

লখনউয়ের বাসিন্দা হেম পন্থ এরপর পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে দেখে রাকেশ নামে ওই ব্যক্তি ওই আয়ুর্বেদিক সংস্থা নয়, নিজের অ্যাকাউন্টে ওই ৩৫ হাজার টাকা নিয়েছে।

রাকেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে সাইবার সেলও নিজেদের মত খতিয়ে দেখা শুরু করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button