Sports

আইপিএল না খেলে রায়নার ফিরে আসার কারণ

আইপিএল না খেলেই দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। কেন তিনি ফিরে এলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সংবাদ সংস্থা জানাচ্ছে কারণটা।

নয়াদিল্লি : প্রথমে চেন্নাইতে অনুশীলন। তারপর সংযুক্ত আরব আমিরশাহীতে পাড়ি। গত ২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছয় ধোনির চেন্নাই সুপার কিংস। দলের জন্য প্রথম ধাক্কা ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছনোর পর দলের ১২ জন সদস্যের করোনা ধরা পড়া। গোটা দল কোয়ারেন্টিনে চলে যাওয়া। সেই ধাক্কা হজম হওয়ার আগেই নতুন ধাক্কা খায় সিএসকে।

দলের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না আইপিএল খেলবেন না জানিয়ে আচমকা দেশে ফেরেন। কেন তিনি দেশে ফিরে এলেন? কেন আচমকা সিদ্ধান্ত নিলেন তিনি আইপিএল খেলবেন না? দলের সঙ্গে গিয়েও এভাবে ফিরে এলেন কেন? নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সিএসকে কর্তৃপক্ষ রায়নার ফিরে আসার কথা জানালেও এটা জানায়নি যে তিনি কেন ফিরে এসেছেন। সুরেশ রায়নাকেও কোনওভাবে কোনও সংবাদমাধ্যম যোগাযোগ করে উঠতে পারেনি। কিন্তু প্রশ্নটা থেকে গিয়েছিল। ফলে নানা রটনা শুরু হয় তাঁর ফেরা ঘিরে। এমন শোনা যাচ্ছিল যে সন্তানদের জন্যই ফিরে আসেন রায়না। এও শোনা যাচ্ছিল রায়নার ঘনিষ্ঠ আত্মীয় নাকি পঞ্জাবে খুন হয়েছেন। তাই তিনি ফেরেন। সংবাদ সংস্থা আইএএনএস অবশ্য সূত্রের খবরের ভিত্তিতে জানাচ্ছে সুরেশ রায়নার ফিরে আসার কারণ আসলে ঘর।

সুরেশ রায়না সহ সিএসকে দল সংযুক্ত আরব আমিরশাহীতে যে হোটেলে উঠেছে সেই হোটেলের ঘর রায়নার পছন্দ হয়নি। মহেন্দ্র সিং ধোনি একটি বারান্দা সহ ঘর পেলেও তাঁকে তা দেওয়া হয়নি। সুরেশ রায়নার ঘর পছন্দ না হওয়ার পর তাঁকে সিএসকে-র অন্য সদস্যরা বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু তিনি ওই ঘর নিয়ে এতটাই ক্ষুব্ধ ছিলেন যে কারও কথাই মানতে চাননি। চেন্নাই দলের মালিক ইন্ডিয়া সিমেন্ট কর্ণধার এন শ্রীনিবাসন আরও একটি বিষয় সামনে এনেছেন।

শ্রীনিবাসন দাবি করেছেন সুরেশ রায়না চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির মতই তাঁকেও একটি বারান্দাওয়ালা ঘর দিতে হবে। কিন্তু বারান্দাওয়ালা ঘর একমাত্র ধোনিই পেয়েছিলেন। সিএসকে দলের আর কেউ ওই হোটেলে বারান্দা সহ ঘর পাননি। সুরেশ রায়নাকে বারবার দলের বাকিরা থেকে যেতে অনুরোধ করলেও তিনি কারও কথা শোনেননি বলে জানতে পারা যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *