World

কেউ বোকা নন, ভুল মন্ত্রীকে প্রশ্ন করছেন, সাংবাদিককে জবাব জয়শঙ্করের

বিশ্বের কেউ বোকা নন। কেউ কিছু ভুলেও যান না। আপনি ভুল মন্ত্রীকে প্রশ্নটা করছেন। সাংবাদিককে সপাট জবাব দিয়ে খবরে এস জয়শঙ্কর।

দক্ষিণ এশিয়ায় কবে বন্ধ হবে সন্ত্রাসবাদ? প্রশ্নটা করেছিলেন এক পাক সাংবাদিক। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ চেম্বারে একটি বিশেষ অধিবেশনে অংশ নিয়ে সবে তখন বাইরে বেরিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাইরে আসতেই তাঁকে সাংবাদিকরা ছেঁকে ধরেন।

প্রশ্নের উত্তর দিচ্ছিলেন জয়শঙ্কর। সেখানেই পাক সাংবাদিকের প্রশ্নটি শুনে তাঁর দিকে চেয়ে জয়শঙ্করের উত্তর, আপনি ভুল মন্ত্রীকে প্রশ্নটা করছেন। পাকিস্তানের মন্ত্রী এর উত্তরটা দেবেন যে পাকিস্তান আর কতদিন সন্ত্রাসবাদের অনুশীলন চালিয়ে যাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তান আর কাউকে বিভ্রান্ত করতে পারবেনা। সকলেই জেনে গেছেন যে পাকিস্তানই হল সন্ত্রাসবাদের উৎসস্থল।

পাকিস্তানের প্রতি জয়শঙ্করের পরামর্শ, একজন ভাল প্রতিবেশির মত এসব কাজ এবার বন্ধ হোক। সারা পৃথিবী এখন অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নে জোর দিচ্ছে। পাকিস্তানের সেদিকেই নজর দেওয়া উচিত।

জয়শঙ্কর এও বলেন যে সারা বিশ্ব বোকাও নয়, কিছু ভুলেও যায়নি। প্রসঙ্গত রাষ্ট্রসংঘে এদিন আলোচ্যও ছিল সন্ত্রাসবাদ মোকাবিলা।

সন্ত্রাসে ভারতের মদত আছে বলে যে দাবি পাক অভ্যন্তরীণ মন্ত্রী করেছিলেন তা নস্যাৎ করে জয়শঙ্কর বলেন, এটা হাস্যকর। তিনি মনে করিয়ে দেন, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন যখন পাকিস্তানে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন যে কেউ যদি তাঁর বাগানে সাপ পোষে আর ভাবে যে সাপটা তার প্রতিবেশিকে গিয়ে ছোবল মারবে, তাহলে সে ভুল করছে। কারণ সাপটাকে যারা বাগানে রেখেছে তাদেরও ছোবল মারতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *