World

ভারতে আসছেন হাসিনা, তিস্তা কী থাকছে আলোচ্য সূচিতে

তৃতীয়বারের জন্য বাংলাদেশের মসনদে বসার পর এই প্রথম ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অক্টোবরে ভারত সফরে আসছেন তিনি। বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফেই একথা জানানো হয়েছে। তার আগেই অবশ্য বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২ দিনের সফরে যাচ্ছেন তিনি। ২০ ও ২১ অগাস্ট বাংলাদেশে থাকবেন জয়শঙ্কর।

হাসিনার ভারত সফরে আলোচ্য বিষয় কী? বাংলাদেশের বিদেশমন্ত্রীকে এ প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সেই সূচি এখনও তৈরি নয়। জয়শঙ্কর বাংলাদেশ সফরের পর সেই আলোচ্য সূচি নির্ধারণ করা হবে। ভারত ও বাংলাদেশ ২টি দেশ এখন খুব সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। শেষ ১০ বছরে ভারত-বাংলাদেশ ১০০টি চুক্তি সই হয়েছে। যারমধ্যে শেষ ৩ বছরে সই হয়েছে ৬৮টি চুক্তি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বাংলাদেশের সঙ্গে সীমান্ত ইস্যু ও জলসম্পদ ইস্যু নিয়ে ভারতের জটিলতা ছিল। সেই জটিলতা অনেকটাই কেটেছে শেষ ১০ বছরের ২ দেশের মধ্যে সাক্ষরিত বিভিন্ন চুক্তির হাত ধরে। তবে তিস্তার জলবণ্টন বিষয়ক কোনও পারস্পরিক সহমতে ২ দেশ এখনও আসতে পারেনি। এবারও কী তিস্তা জলবণ্টন ইস্যু আলোচ্যসূচিতে থাকতে চলেছে? এ প্রশ্ন অনেকেরই। এর আগেই অবশ্য তিস্তা ইস্যু নিয়ে ২ দেশের বিদেশমন্ত্রীর মধ্যে একপ্রস্ত আলোচনা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *