National

ভারতে পৌঁছলেন শেখ হাসিনা, বিমানবন্দরে হাজির প্রধানমন্ত্রী

ভারত সফলে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন যদিও প্রধানমন্ত্রীর বিমানবন্দর পৌঁছনোর জন্য কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়নি। সাধারণ ট্রাফিকের মধ্যে দিয়েই বিমানবন্দরে পৌঁছন তিনি। গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের গেরোয় পড়ে একটি অ্যাম্বুলেন্স। রক্তাক্ত অবস্থায় তখন অ্যাম্বুলেন্সের মধ্যেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে এক বালক। অভিযোগ এই অবস্থাতেও ট্রাফিক নিয়ন্ত্রণের গেরোয় থমকে যায় অ্যাম্বুলেন্সের চাকা। হয়তো সেকথা মাথায় রেখেই এদিন ট্রাফিক নিয়ন্ত্রণে না গিয়ে হাসিনাকে আনতে গেলেন প্রধানমন্ত্রী। এদিকে ৭ বছর পর ভারতে পা রাখলেন শেখ হাসিনা। ৪ দিনের সফরে তাঁর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাসিনার সফরে বাংলাদেশের সঙ্গে প্রায় ২৫টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর হতে পারে।

(প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *