World

তাঁর বিয়েতে ওটা কে এসেছিল, ৪ বছর ধরে রহস্যের উত্তর খুঁজলেন গৃহবধূ

বিয়ের দিনের ছবি দেখার সময় এক ব্যক্তিকে কিছুতেই চিনতে পারছিলেননা নববধূ। কেউই তাঁকে চিনতে পারছিলেননা। ৪ বছর পর অবশেষে সেই রহস্যের জট কাটল।

বিয়ের দিনটা সকলের কাছেই জীবনের অন্যতম সেরা সময়। বিয়ের পর বিয়ের ছবি দেখতে তো সকলেই ভালবাসেন। এক নববধূও তাঁর বিয়ের পর বিয়ের ছবি দেখতে বসেন। সেই ছবিগুলির মধ্যে অতিথিদেরও অনেক ছবি ছিল।

ছবিগুলিতে সকলেই চেনা। হয় তিনি বরপক্ষের, নতুবা কন্যাপক্ষের। তাই ২ পক্ষের কেউ না কেউ তাঁকে চেনেনই। কেবল একজন ব্যক্তিকে নববধূ তো বটেই, কেউই চিনতে পারছিলেননা।

বাড়ির লোকজন, বিয়ের আয়োজনের দায়িত্ব যাঁকে সঁপে দেওয়া হয়েছিল সেই ইভেন্ট ম্যানেজার থেকে কেউই ওই ব্যক্তির পরিচয় জানেননা। তাহলে কে তিনি? ছবিতে পিছনের দিকে দাঁড়ানো ওই ব্যক্তির পরিচয় নিয়ে চিন্তায় পড়ে যান নববধূ। তিনি ওই রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করতে থাকেন।

২০২১ সালে বিয়ে হয়েছিল তাঁর। তারপর ৪ বছর ধরে তিনি খুঁজে দেখেন কে ওই রহস্যজনক ব্যক্তি যিনি তাঁর বিয়েতে অতিথিদের সঙ্গে মিশেছিলেন। কি উদ্দেশ্যে এসেছিলেন তিনি? কোনও উত্তরই ৪ বছরে পাননি তিনি। তবে হালও ছাড়েননি।

অবশেষে উত্তর মিলল। স্কটল্যান্ডের দক্ষিণ আয়রশায়ার-এ বিয়ে হয়েছিল মিশেল ও জন-এর। মিশেল ও তাঁর স্বামী জন তারপর থেকে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন পরিচয় জানতে।

সেই সোশ্যাল মিডিয়া মারফতই উত্তর এল। যাঁকে ছবিতে দেখা গিয়েছিল তিনিও আয়রশায়ার-এর বাসিন্দা। নাম অ্যান্ড্রু হিলহাউস। অ্যান্ড্রু নিজেই জানান, আসলে সেদিন তাঁর একটি অন্য বিয়েতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু তাঁকে ভুল হোটেলের নাম দেওয়া হয়েছিল।

আর যে বিয়েতে তাঁর যাওয়ার কথা ছিল সেখানে তিনি কেবল যাঁদের বিয়েটা হচ্ছে তাঁদের চিনতেন। ফলে ভুল হোটেলে অন্য বিয়েতে পৌঁছেও তাঁর কেউ চেনা ছিলনা।

পরে অ্যান্ড্রু বরবধূকে দেখে বুঝতে পারেন তিনি ভুল বিয়েতে উপস্থিত হয়েছেন। কিন্তু তার আগেই তাঁর ছবি তোলা হয়ে গিয়েছিল। ৪ বছরের রহস্য পর্ব অবশেষে হাসি দিয়ে শেষ হয়। বিখ্যাত সংবাদমাধ্যম দ্যা মেট্রো-তে খবরটি প্রকাশিত হওয়ার পর বহু সংবাদমাধ্যমেই খবরটি আলোড়ন ফেলে দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *