ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন ভারতের সাইনা নেহওয়াল। এদিন সুপার সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার টানটান ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী সান য়ুকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য এই খেতাব ঝুলি বন্দি করেন সাইনা। এদিন প্রথম গেমে ১১-২১-এ হেরে পিছিয়ে পড়েন ২৬ বছরের এই হায়দরাবাদের তরুণী। বাকি দুটি গেম জিততেই হবে এই অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে চমকে দেন ব্যাডমিন্টন বিশেষজ্ঞদের। পরের দুটি গেমে য়ুকে ২১-১৪ ও ২১-১৯ পয়েন্টে পরাজিত করেন সাইনা। রিও অলিম্পিকে যাওয়ার আগে এই জয় সাইনাকে বাড়তি উৎসাহ দেবে বলেই মনে করছেন সকলে।