
রেড রোডে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। মঙ্গলবার রাতে মহামেডান মাঠের কাছে ঘটনাটি ঘটে। এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান যুবকের মৃত্যু হয়েছে।
বছর ৩৫-এর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মাথা থ্যাঁতলানো অবস্থায় ছিল। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশে দুর্ঘটনার কথা জানতে পারে। পুলিশ সূত্রের খবর, হেস্টিংস মোড়ের দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।













