Sports

ভারতীয় দলের কোচিং শেষ, সামনে খোলা ২টি পথ, কোন পথে শাস্ত্রী

ভারতীয় দলের কোচ হিসাবে এতদিন কাজ করেছেন তিনি। সবে সেই কাজ থেকে অব্যাহতি পেয়েছেন। তাহলে এবার কী? সেই প্রশ্নের উত্তর না দিলেও ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী।

ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় যুগের পরিসমাপ্তি হয়েছে সবে। ভারতীয় দলের নতুন হেড কোচ হয়েছেন সৌরভ, শচীন সতীর্থ খেলোয়াড় রাহুল দ্রাবিড়। ফলে এই মুহুর্তে বেকার হয়ে পড়েছেন ৫৯ বছর বয়সী রবি শাস্ত্রী।

তাহলে কি এবার অবসর জীবনই কাটাবেন? নাকি ফের অন্য কোনও কাজ? রবি শাস্ত্রী বসে পড়ার লোক নন। ভারতীয় দলের কোচ নির্বাচিত হওয়ার আগে তাঁকে মানুষ চিনতেন ক্রিকেটের ধারাভাষ্যকার হিসাবেই। যথেষ্ট পরিচিত মুখ ছিলেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কোচ হওয়ার পর নিয়মের কারণে রবি ধারাভাষ্য আর দিতে পারেননি। এখন আর সেই বাধা নেই। তিনি আর ভারতীয় দলের কোচ নন। ফলে তিনি ফিরতে পারেন ধারাভাষ্যের জগতে।

ধারাভাষ্য যে রবির পছন্দের কাজ একথা কোনও কানাঘুষো নয়, খোলাখুলি জানিয়েছেন স্বয়ং রবি শাস্ত্রীই। রবি শাস্ত্রী জানিয়েছেন, তাঁর ধারাভাষ্য দিতে ভাল লাগে।

যদিও তিনি যে ধারাভাষ্যের কাজেই ফিরছেন এমনটা নিশ্চিত করে কিছু জানাননি রবি। বরং তাঁর সামনে এখন ২টি রাস্তা খোলা। এক তিনি ধারাভাষ্যের জগতে ফেরত যেতে পারেন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে বেশ কয়েকটি প্রথম সারির চ্যানেল তাঁকে এই অফার দিয়েছে।

আবার অন্যদিকে রবি শাস্ত্রীকে এবং তাঁর সব সাপোর্ট স্টাফ যাঁরাই ভারতীয় দলের কোচিংয়ের কাজে তাঁর সঙ্গে ছিলেন সকলকে একসঙ্গে আইপিএল-এ আত্মপ্রকাশ করতে চলা দল আমেদাবাদ দলের কোচিংয়ের দায়িত্ব নিতে অফার দিয়েছে দলের মালিকানা থাকা সংস্থা সিভিসি ক্যাপিটাল। এখন শাস্ত্রী কোনটা বেছে নেন তা সময়ই বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *