Entertainment

লেহেঙ্গা, চোলিতে ঝড় তুলতে এলেন সুন্দরী রাজকুমার রাও


পরনে সবুজ লেহেঙ্গা। তারসঙ্গে ম্যাচ করে সবুজ চোলি। সবুজ লেহেঙ্গা চোলিতে সোনালি জরির সুতোর ঝলমলে কাজ। চোলি ফুল হাতা। তবে হাতের অংশটা পুরোটাই পাতলা নেট। লাল টুকটুকে ওষ্ঠ যুগলে চরম আবেদন। মাথায় টিকলি। গলায় জড়োয়ার হার। কপালে পাথর বসানো টিপ। কানেও জড়োয়ার ভারী দুল। নাভিদেশ উন্মুক্ত। লেহেঙ্গা-চোলিতে যেমন হয়। খোলা চুল দুভাগ হয়ে একটা অংশ লেপ্টে আছে সামনে, বাকি অংশ পিছনে পিঠের দিকে। শুধু একটু বেমানান বলেই হয়তো নজর কাড়ছে মোটা ভুরু।


এমনই এক অপরূপা তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। অভিনেতা হিসাবে তাঁর দক্ষতা, প্রতিভা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার তিনি যে ছবি প্রকাশ করলেন তা তাঁকে নতুন করে আবিষ্কার করার সুযোগ দিল তাঁর গুণগ্রাহীদের। আসলে ওই সুন্দরী আর কেউ নন, স্বয়ং রাজকুমার রাও। কিন্তু কে একঝলক দেখে বলবে যে তিনি রাজকুমার রাও! তাঁর চোখের দৃষ্টিতেও যে মাদকতা লুকিয়ে আছে তা রাজকুমারের প্রতিভারই এক অনন্য উদাহরণ।


লুডো নামে একটি সিনেমা আসতে চলেছে রাজকুমারের। সেই সিনেমার প্রথম ছবি সামনে আনলেন তিনি। যেখানে তিনি নারী রূপে আত্মপ্রকাশ করলেন। সিনেমায় তাঁকে এই রূপে দেখা যাবে। অনেক অভিনেতাই জীবনে কোনও না কোনও সিনেমায় নারী রূপে সামনে এসেছেন। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন রাজকুমার রাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *