Sports

বিমানকর্মীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করলেন পিভি সিন্ধু

ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ইন্ডিগো এয়ারলাইন্সের এক গ্রাউন্ড স্টাফের বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার অভিযোগ আনলেন। ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে সিন্ধু দাবি করেন, জাতীয় সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে ইন্ডিগোর উড়ানে হায়দরাবাদ থেকে মুম্বই যাওযার সময় অজিতেশ নামে এক বিমানকর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

সিন্ধুর আরও দাবি, অসীমা নামের এক এয়ার হোস্টেস অজিতেশকে এই ধরণের আচরণ করতে বারণ করেন। কেবিন ব্যাগেজ নিয়ে সমস্যার জেরে সিন্ধুর এই অভিযোগ। সূত্রের খবর, অজিতেশ নামে ইন্ডিোগর ওই গ্রাউন্ড স্টাফ সিন্ধুকে তাঁর ব্যাগ নিয়ে কেবিনে যেতে নিষেধ করেন। তিনি সিন্ধুকে ব্যাগটি কার্গোতে পাঠাতে অনুরোধ করেন। তা থেকেই অশান্তির সূত্রপাত।

ইন্ডিগো অবশ্য তাদের কর্মীর পাশেই দাঁড়িয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পিভি দেশকে বিরল সম্মান এনে দিয়েছেন, এর জন্য তারা গর্বিত। তবে যাত্রী সুরক্ষার প্রশ্নে সংস্থা কোনও আপোষ করবেনা। সিন্ধুর ব্যাগটি অতিরিক্ত বড় মাপের হওয়ায় সেটি কেবিনের ভেতর যাত্রী আসনের ওপরে রাখা সম্ভব ছিলনা। তাই তাদের কর্মী কার্গো হোল্ডে সিন্ধুর ব্যাগটি রেখে শুধুমাত্র তাঁর দায়িত্ব পালন করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *