Entertainment

বার্থডে কেকের সামনে সিঁথি ভরা সিঁদুরে প্রিয়াঙ্কা, চর্চা তুঙ্গে


হিন্দু নারীর বিয়ের পর সিঁদুর পরাটাই তো স্বাভাবিক। অন্তত সাধারণ ছাপোষা ভারতীয়ের কাছে সেটাই স্বাভাবিক। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ারা যে সমাজে বিচরণ করেন সেখানে এটা কোনও দিক থেকেই হয়তো স্বাভাবিক নয়। তাই আচমকা সিঁদুর পরা প্রিয়াঙ্কাকে দেখে রীতিমত চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সিঁদুর কোনও বাধ্যতা নয়, নিছক সামাজিক রীতি। তা অনেকে মানেন, অনেকে মানেন না। ফলে আধুনিক জীবনে অনেক নারীই বিয়ে হলেও সিঁদুর পরেন না বা পরলেও সামান্য পরেন। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার মত অভিনেত্রীর সিঁথি ভরা সিঁদুর দেখে নেটিজেনরা রীতিমত চর্চা শুরু করেছেন।


মায়ামিতে স্বামী নিক জোনাস ও পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন প্রিয়াঙ্কা। সেখানে জন্মদিনের কেকের সামনে তাঁকে দেখা গেছে সিঁথি ভরা সিঁদুরে। বিবাহিতা নারীর সিঁথিতে সিঁদুর নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু হয়তো প্রিয়াঙ্কা চোপড়া বলেই চর্চা তুঙ্গে উঠেছে। ছবিটাও হুহু করে ছড়িয়েছে ইন্টারনেটে। আরও ছড়িয়েছে কারণ সিঁদুরটা এমনভাবেই পড়া হয়েছে যে তা রীতিমত নজর কাড়ছে।


নেটিজেনদের অনেকে প্রিয়াঙ্কাকে সমালোচনা করেন অন্য একটি ছবিকে সামনে রেখে। যেখানে একটি ইয়াচে ছুটি কাটানোর সময় প্রিয়াঙ্কাকে ধূমপান করতে দেখা গেছে। অথচ তিনিই গত বছর একটি বিজ্ঞাপনে দাবি করেছিলেন তিনি ছোট থেকে হাঁপানির রোগী। কিন্তু ইনহেলার নিয়ে জীবনে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। এমনকি তাঁর স্বামী ও তাঁর মাকেও চুরুট খেতে দেখা গেছে ছবিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *