Entertainment

লাল পোশাকে বেওয়াচ-এর পোস্টার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা

ইন্সটাগ্রামে তাঁর হলিউড ছবি ‘বেওয়াচ’-এর পোস্টার পোস্ট করলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। পোস্টারে প্রিয়াঙ্কাকে লাল পোশাকে দেখা যাচ্ছে। তবে লাল পোশাক বললেই বেওয়াচের সিরিজের যে পোশাকের ছবি সামনে ভেসে ওঠে, এক্ষেত্রে সেই পোশাকটা ভেবে নেওয়া ভুল হবে! কারণ সিথ গর্ডনের সিনেমা বেওয়াচের পোস্টারে প্রিয়াঙ্কাকে লাল গাউনে দেখতে পাওয়া গেছে।

এই সিনেমায় প্রিয়াঙ্কা খলনায়িকার ভূমিকায়। চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ইতিমধ্যেই মার্কিন মুলুকের অন্যতম সেরা টিভি শো কোয়ান্টিকো-য় প্রথম সিজনে ছিলেন প্রিয়াঙ্কা। তাঁর কাজ দেখে মার্কিন মুলুকে তাঁর নতুন ফ্যান তৈরি হয়েছে অগুন্তি। চলছে কোয়ান্টিকোর দ্বিতীয় সিজনের কাজ। তারমধ্যেই হলিউড সিনেমায় পথচলা শুরু করলেন প্রিয়াঙ্কা। বেওয়াচে তাঁকে দেখতে যদিও অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত। ওদিনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবিটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *