World

গুপ্তধন পেলেন ২ কৃষক, চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল ঘড়া

প্রত্যেকদিনের মতো জমিতে চাষের জন্য মাটি কোপাচ্ছিলেন তাঁরা। সেই সময় মাটির তলায় গুপ্তধনের সন্ধান পেলেন তাঁরা। বেরিয়ে এল মুদ্রা ভর্তি ঘড়া।

তাঁরা কৃষক। যেমন প্রতিদিন তাঁরা তাঁদের চাষ জমিতে চাষের কাজ করেন তাই করছিলেন। চাষের জন্য মাটি কোপানোর দরকার পড়ে। সে কাজে ব্যস্ত ছিলেন ২ জনে। সেই সময় মাটির তলায় কিছু একটা রয়েছে বলে তাঁদের মনে হয়।

মাটি খোঁড়ার সময় এই সন্দেহ থেকে তাঁরা আরও কিছুটা মাটি কেটে ফেলেন। আর তারপর যা দেখতে পান তা তাঁদের সাদামাটা জীবনে আলোড়ন তুলে দেয়। তাঁরা একটি সেরামিকের ঘড়া পান। যার মধ্যে ছিল প্রচুর রৌপ্যমুদ্রা।

গুনে দেখা যায় ১৬২টি মুদ্রা রয়েছে তার মধ্যে। মুদ্রাগুলি ১৬৬০ থেকে ১৬৮০ সালের মধ্যে ব্যবহার হত। প্রতিটি কয়েনই খুব ভাল অবস্থায় উদ্ধার হয়। নষ্ট হয়নি। আবার এগুলি যে প্রতীকী মুদ্রা ছিল তাও নয়। সে সময় দৈনন্দিন জীবনে এই মুদ্রা ব্যবহার হত।

মুদ্রাগুলি সবই এক মূল্যমানের নয়। আলাদা আলাদা মূল্যমানের কয়েন পাওয়া যায়। শুধু কয়েন নয়, সেই ঘড়ার আশপাশে বেশ কিছু সেই সময়কার জিনিসপত্র উদ্ধার হয়েছে। কয়েন ও উদ্ধার হওয়া জিনিসগুলি সেই সময়কার জীবনযাত্রা সম্বন্ধে আরও ভাল ধারনা দিতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

কয়েনগুলি উদ্ধার হয়েছে পোল্যান্ডের বাকোয়েক উইকি এলাকা থেকে। ২ কৃষক গুপ্তধন পেয়েছেন একথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এর পরই পোল্যান্ডের প্রত্নতত্ত্ব বিভাগের তরফ থেকে ওই চাষ জমি ঘিরে ফেলা হয়।

শুরু হয় আরও খননকার্য। উদ্ধার হওয়া জিনিসপত্র পোল্যান্ডের ওই এলাকার মানুষের ১৬৫০ সালের পর জীবনযাত্রা কেমন ছিল তার অনেক তথ্য তুলে দিতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *