বুদ্ধের মূর্তি ভেবে মহিলা যাকে পুজো করতেন সেই সবুজ মূর্তিটি আসলে একটি কার্টুন চরিত্র
বুদ্ধের মূর্তি ভেবে একটি মূর্তি কিনে এনেছিলেন তিনি। নিয়মিত পুজো করতেন। ৪ বছর পর তিনি জানলেন সেই মূর্তির আসল পরিচয়।
বছর ৪ আগে স্থানীয় একটি দোকানে গিয়েছিলেন এক মহিলা। সেখানে একটি সবুজ রংয়ের মূর্তি দেখতে পান তিনি। গোল চেহারার মূর্তিটি দেখার পর তাঁর মনে হয় সেটি ভগবান বুদ্ধের মূর্তি। তিনি সেটি কিনে বাড়ি নিয়ে আসেন। তারপর নিয়মিত সেই মূর্তিটিকে ভগবান বুদ্ধের মূর্তি ভেবে পুজো করতে থাকেন।
প্রতিদিন মূর্তির সামনে ধূপ জ্বালাতেন। ভগবানের পুজোয় কোনও ফাঁক রাখেননি তিনি। বছর ৪ এভাবেই কেটে যায়। সম্প্রতি তাঁর বাড়িতে তাঁর এক আত্মীয় আসেন। তিনি সেই মূর্তিটি দেখার পর চিনতে পারেন।
তিনি মহিলাকে জানান ওই মূর্তি মোটেও ভগবান বুদ্ধের মূর্তি নয়। সেটি একটি বিখ্যাত কার্টুন চরিত্রের আদলে একটি মূর্তি। সরেক নামে একটি কার্টুন চরিত্র যা অত্যন্ত জনপ্রিয়, তারই একটি মডেল হল সেই মূর্তি।
টানা ৪ বছর ধরে যে মূর্তিকে ভগবান বুদ্ধ ভেবে পুজো করলেন, যাকে ভগবান ভেবে ভক্তি করলেন, সেই মূর্তিটি আসলে একটি কার্টুন চরিত্র বলে জানার পর ফিলিপিন্সের বাসিন্দা ওই মহিলা হতবাক হয়ে হেসে ফেলেন। ফিলিপিন্সের এই ঘটনাটি সমাজ মাধ্যমে বেশ আলোড়ন ফেলে দেয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি জায়গা করে নিয়েছে। সমালোচনা নয়, বরং অনেকেই এই খবরটি জানার পর মহিলার সারল্যকে সম্মান জানিয়েছেন।













