World

গ্রেফতারির নির্দেশ, পাকিস্তানে প্রবল বিপাকে মুশারফ

মাথার ওপর পরপর মামলার খাঁড়া ঝুলছে বেশ কিছুদিন ধরেই। যারমধ্যে ২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করার জন্য প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও ছিল। সেই মামলায় শুক্রবার পাকিস্তানের একটি আদালত প্রাক্তন সামরিক শাসককে গ্রেফতারির নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি হয়েছে।

প্রসঙ্গত ২০০৭ সালে জরুরি অবস্থাকে সামনে রেখে বড় খাঁড়া নেমে এসেছিল পাক বিচারপতিদের ওপর। বহু বিচারপতিকে গৃহবন্দি করা হয়। শতাধিক বিচারপতি বরখাস্ত হন। এরপর পাকিস্তানে পালা বদল হয়। মুশারফ জামানার অবসান ঘটে। ২০১৪ সালে মুশারফের জরুরি অবস্থা জারির বিরুদ্ধে আদালতে মামলা ওঠে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। সেই মামলায় এদিন গ্রেফতারির নির্দেশের মুখে পড়লেন পারভেজ মুশারফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button